টলিউডের জনপ্রিয় গায়ক অনুপম রায় শুধু টলিউডে নয় ভারতবর্ষে খ্যাতনামা। তিনি তার নতুন গানে জানালেন ‘মানুষ ভালো নেই’। যা ইউটিউভে ২১ মে প্রকাশিত হয়। আর এই ভালো না থাকার কারণ মহামারি করোনা এবং নির্বাচন কমিশন।
আনন্দবাজার ডিজিটালকে তিনি বলেন, ‘আতিমারি তো চলছিলই। তার মধ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে ৮ দফা বিধানসভা নির্বাচন এই আতিমারিকে আরও বাড়িয়ে তুলেছে। নির্বাচন কমিশনের গাফিলতিতে মানুষ ভালো নেই।’
এছাড়াও অনুপম রায় নির্বাচন কমিশনের বাইরে সাধারণ মানুষের ভালো না থাকার কারণও জানিয়েছেন। তার মতে, করোনার দাপটে গত বছর দীর্ঘ সময় ধরে লকডাউন ছিল। শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ। শিল্পী থেকে চাকুরীজীবি অনকেই কর্মহারা দিন কাটিয়েছেন। যার ফলে অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছিল। তিনি আক্ষেপ নিয়ে জানান, এবার যাও পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল তা এখন নিয়ন্ত্রণের বাহিরে। এই নিয়ন্ত্রণের বাহিরে থাকার কারণ হিসেবে তিনি ২০২১ এর বিধানসভার নির্বাচনকে দায়ী করেন।
পাশাপাশি গায়ক আরও জানিয়েছেন, এই পরিস্থিতির পটভূমিতে তিনি ‘মানুষ ভালো নেই’ গানটি বানিয়েছেন। তবে তিনি জানান, গত বছরেই এই গানটি করেছিলেন তিনি।