‘আমাকে পতিতা বলা হয়েছে’

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে অভিনয়ের জন্য পতিতা কথাটিও শুনতে হয়েছিল। তিনি নিজেই জানালেন এই কথা। ২০০৩ সালে ‘খোয়াইশ’ ছবিতে অভিনয়ের জন্য আলোচনায় উঠে আসেন। এ ছবিতে চুম্বনের দৃশ্যের পাশাপাশি একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ধারণ করা হয়েছিল। ২০০৩ সালের সেই সময়ে বলি ইন্ডাস্ট্রিতে এমন দৃশ্য ছিল রীতিমতো কল্পনারও বাইরে।

পরবর্তীতে অনুরাগ বসু পরিচালিত ‘মার্ডার’ থ্রিলার রোমান্টিক সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এই সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচিত হন।

হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, মল্লিকা শেরাওয়াত জানিয়েছেন, সেই সময়ে ঘনিষ্ঠ দৃশ্য ছবিতে প্রচার করাতে কেউ এতোটা অভ্যস্ত ছিলো না। কিন্তু সাবলীল ভাবে সেইসব দৃশ্যই হাজির করেছিলেন পরিচালক। ‘মার্ডার’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যের জন্য তাকে অনেকে পতিতা বলেছেন। তবে তিনি এটাও জানান, তার এই সাহসিকতার জন্য অনেকে তার প্রশংসাও করেছেন।

মল্লিকার মতে, তাকে মানসিকভাবে হত্যা করা হয়েছিল। চারদিক থেকে নীতি কথা উঠে এসেছিল। অথচ এখন এই সকল দৃশ্য বলিউডে খুবই স্বাভাবিক।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন