অভিনেতা গৌতম গুলতি টেলিভিশনের পর্দায় অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। এবার ‘রাধে’ সিনেমায় অভিনয়ের কারণে বেশ আলোচিত। ‘রাধে-ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে।
‘রাধে’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই অনুরাগীদের বেশ প্রশংসা পেয়েছেন গৌতম। বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী, গৌতম এই সিনেমায় অভিনয় সংক্রান্ত বিষয়ে বলেন, ‘নিজের ভূমিকার জন্য প্রস্তুতি নেয়ার সময় আমি চেষ্টা করেছি, খুব সহজেই যেনো চরিত্রে ঢুকে পড়তে পারি। আর এজন্য অযথা ঘোরাফেরা করে অথবা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমি আমার মনকে অন্যদিকে ঘুরিয়ে দেইনি।’
গৌতম নেতিবাচক চরিত্রে অভিনয় করা নিয়ে বলেন, ‘নেতিবাচক অভিনয় করার ফলে আমি মনে করিনা যে ব্যক্তিগতভাবে আমার ওপরে এর কোনো প্রভাব পড়বে।’
অভিনেতা আরও জানান, নেতিবাচক চরিত্রে অভিনয় করা তার কাছে একটি মজাদার ও চ্যালেঞ্জিং ব্যাপার ছিল।