বিড়ম্বনায় পড়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা জিয়াউল হক পলাশ। তিনি ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে অভিনেতা-নির্মাতা জিয়াউল হক পলাশের তথাকথিত নাটক ‘নোয়াখালীর পায়েস’। তবে লিঙ্কে ক্লিক করলেই চলে আসে এই অভিনেতার অভিনীত আরেকটি নাটক ‘প্লুরাল পারসন থার্ড নাম্বার’।
পলাশের ছবিসহ আরো দুই অভিনয়শিল্পীর ছবি কোলাজ করে বানানো থাম্বনেইল সংবলিক এই ‘ভুয়া’ নাটকটি ছড়িয়ে দেয়া হয়েছে।
২৪ মে অভিনেতা ফেসবুকে লিখেছেন, ‘বেশ কয়েকদিন যাবত আমাকে অনেকেই ফোন দিয়ে, ম্যাসেজ দিয়ে এই ভুয়া নাটকটির (নোয়াখালীর পায়েস) কথা বলেছে। যদিও এই নামের কোনো নাটকেই আমি কাজ করিনি। বরং নাটকটির লিংকে ঢুকলেই আপনারা দেখতে পাবেন আমার অভিনীত অন্য নাটক। যার নাম ” Plural Person 3rd Number” যেটা প্রচারিত হয়েছিল BongoBD’র ইউটিউব চ্যানেলে।’
তিনি সকলেকে এসব নাটক বর্জন করার অনুরোধ করেছেন এবং বলেছেন, একটি নাটক অন্য নামে চালানো আইনত দণ্ডনীয় অপরাধ।
বঙ্গবিডির দৃষ্টি আর্কষণ করে পলাশ লিখেছেন, তারা যেনো বিষয়টি আমলে নিয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।