সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এবার আলোচনায় তার ‘বোল্ডনেস’। গোলাপি গাউন করা ফটোশুটের ভিডিও ও ছবি তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। অনেকের মতে, বেশ খোলামেলা ছবি শেয়ার করেছেন তিনি।
২৪ মে ভিডিও শেয়ার করে নুসরাত লিখেছেন, ‘আমি চাই মানুষ পোশাক দেখুক। তবে নজরে থাকুক এই নারী!’
শেয়ারের পর থেকেই অসংখ্য লাইক-কমেন্ট জমা হতে থাকে পোস্টের নিচে। এতো এতো লাইক কমেন্টের ভিড়ে কিন্তু আছে চিত্রনায়ক যশ দাশগুপ্তের লাইকও।
টালিগঞ্জে বেশ কিছুদিন ধরেই চর্চায় আছেন যশ ও নুসরাত জাহান। তারা নাকি প্রেম করছেন। নিখিল ও নুসরাতের বিবাহ বিচ্ছেদের কারণও নাকি তাই। তবে যশ-নুসরাত প্রেমের কথা এখনো স্বীকার করেননি।