বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয়লীলা বানসালীর দেখা দিয়েছে করোনা। কয়েকদিন আগেই প্রচার হয়েছে তার নতুন ছবি গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি ট্রেইলার। ট্রেইলার প্রকাশ হওয়ার পর থেকেই প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন মুখ্য অভিনেত্রী থেকে টিমের বাকি সবাই। কিছুদিন আগে খুব ঘটা করে উদযাপন করা হয়েছে পরিচালকের জন্মদিন। হঠাৎ আকস্মিকভাবে অসুস্থত হয়ে পরেন তিনি। অসুস্থতার কারণে পরীক্ষা করে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। বন্ধ করে দিয়েছেন বাকি শুটিংয়ের কাজ,ছবির সাথে সম্পৃক্ত সবাইকে করতে হতে পারে করোনা টেস্ট। ফিল্মের মুখ্য অভিনেত্রী আলিয়া ভ্যাটকেও করতে হবে করোনার টেস্ট। অপরদিকে কাপুর পরিবারের রণবীর ও হয়েছে করোনা পজিটিভ তিনি এখন হোম কোয়ারান্টাইন চিকিৎসা নিচ্ছেন এবং আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন।