পরিচালক এসএস রাজমৌলীর বিগ বাজেটের তেলেগু সিনেমা ‘আরআরআর’। এটি একটি কাল্পনিক গল্প তবে তা ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামরাজু এবং কমারাম ভিমকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সেই সময় তারা ব্রিটিশ রাজ এবং হায়দ্রাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।
এই সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগান, আলিয়া ভাট্ট, রামচরণ তেজ, এনটি রামরাও জুনিয়রসহ আরও অনেকেই।
এই সিনেমাটি সম্প্রতি বিশাল এক রেকর্ড সৃষ্টি করল। মুক্তির আগেই সিনেমাটি আয় করল ৩২৫ কোটি রুপি। ‘আরআরআর’ সিনেমাটির ডিজিটাল এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
সম্প্রতি পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের জি গ্রুপ এই সিনেমাটির সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ৩২৫ কোটি রুপিতে। ডিজিটাল প্লাটফর্ম এবং প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। চলতি বছরেই মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি। ছবিটি প্রযোজনা করেছে ডিভিডি এন্টারটেইনমেন্ট।