মায়ের চল্লিশার টাকা গণস্বাস্থ্যে দিলেন শিল্পী জয়িতা

প্রয়াত শিল্পী মিতা হকের চল্লিশার নির্ধারিত অর্থ গণস্বাস্থ্য হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে অনুদান দিলেন শিল্পী জয়িতা।

২৩মে রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ফেইসবুক পেজ থেকে এই তথ্য শেয়ার করা হয়।

পোস্টে জানানো হয়েছে, ‘রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের চল্লিশার পুরো টাকা গণস্বাস্থ্য নগর হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে দান করেছেন তার একমাত্র সন্তান সংগীত শিল্পী জয়িতা।’

শিল্পী জয়িতা পুরো টাকা তুলে দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে।

পোস্টটিতে আরও জানানো হয়, ‘ডায়ালাইসিস সেন্টারে অসহায় ডায়ালাইসিস রোগীদের সেবায় এগিয়ে আসায় ডা. জাফরুল্লাহ চৌধুরী জয়িতা ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।’

শিল্পী মিতা হক গত ১১ এপ্রিল করোনা ও কিডনি জটিলতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন