রেকর্ড গড়েই চলছে বিটিএস ব্যান্ড

ফের রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। তবে এই রেকর্ড কারো তৈরি করা রেকর্ড ভেঙে নয়। নিজেদের তৈরি করা রেকর্ড নিজেরাই ভেঙ্গে দিল।

সম্প্রতি ‘বাটার’ নামে তাদের দ্বিতীয় ইংরেজি গানটি ইতিমধ্যে ১৩মিনিটে ১০ মিলিয়ন ভিউ হয়েছে। যা এখনও ইউটিউবের সবচেয়ে বেশি। তবে সব মিলিয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত ভিউয়ের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৭৭ মিলিয়ন।

এর আগে জনপ্রিয় এই ব্যান্ড তাদের ‘ডিনামাইট’ গানটি নিয়ে বেশ আলোড়ন তৈরি করেছিল। গানটি বিলবোর্ডের তালিকায় প্রথম স্থান অর্জন করেছিল। শুধু তাই নয় গ্রামিতে তারা নমিনেশনও পেয়েছিলেন।

‘বাটার’ গানটিতে আছেন রব গ্রিমাল্ডি, রন পেরি, স্টিফেন কার্ক, আলেক্স বিলোভিটস, জেনা অ্যান্ড্রুজ
এবং সেবাস্তিয়ান গার্সিয়া।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন