শোকাহত অরিজিৎ আর্ত মানবতার সেবায় নিয়োজিত

জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং সদ্য মাকে হারিয়েছেন। গায়কের মায়ের করোনা পজিটিভ ধরা পরেছিল এবং চিকিৎসা শুশ্রূষায় তিনি সুস্থও হয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মাকে বাঁচাতে পারেননি গায়ক। ব্রেইন স্ট্রোকে মারা যান তার মা।

মায়ের মৃত্যুতে শোকাহত অরিজিৎ নিজের এলাকার মানুষ যাতে সঠিক চিকিৎসা পান সে উদ্দেশ্যে তাদের সাহায্যে এগিয়ে আসলেন।

সম্প্রতি ‘ধৃত ফাউন্ডেশন’র মাধ্যমে মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক প্রশান্ত বিশ্বাসের তত্বাবধানে তার হাতে ৫টি হাই-ফ্লো নাসাল অক্সিজেন থেরাপি মেশিন তুলে দেন অরিজিৎ। মুর্শিদাবাদের মেডিকেল কলেজের অধীনে সরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় এই মেশিন গুলো ব্যবহার করা হবে। এছাড়াও আরও পাঁচটি এইচএফএনও দেওয়ার আশ্বাস দিয়েছেন অরিজিৎ সিং।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন