বলিউডের সবচেয়ে আলোচিত সিনেমার একটি ‘দঙ্গল’। এই সিনেমার মধ্য দিয়ে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। প্রশংসিত হয়েছিলেন ‘লুডু’ ছবিতে অভিনয়ের জন্যও। নিজের অভিনয় নিয়ে সংশয় না থাকলেও কাজ পাওয়া নিয়ে এখন হতাশায় আছেন তিনি।
ঘটনাবহুল বলিউডে আলোচনায় না থাকলেই হারিয়ে যেতে হয়। তারই উদাহরণ যেন ফাতিমা। ৮০ কোটি টাকার সিনেমা ‘দঙ্গল’ আয় করেছিল ১ হাজার ৩৫০ কোটি টাকা! সেই ছবির আলোচিত অভিনেত্রী ফাতিমা এখন কাজ পাচ্ছেন না। তাকে পরিচালকদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। হন্যে হয়ে কাজ খোঁজা ২৯ বছর বয়সী এই অভিনেত্রী হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘ঘরে বসে আক্ষেপ করলে তো চলবে না। নিজের সুযোগ নিজেকেই তৈরি করতে হবে। পরিশ্রম করতে হবে। কাজ চাইতে হবে।’