আইপিএলের ও ইন্ডিয়ান আইডলের সঙ্গে কি সম্পর্ক?

উপস্থাপক ও সংগীতশিল্পী আদিত্য নারায়ণ সনি টিভির ইন্ডিয়ান আইডল নিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন। আদিত্য মনে করেন, আইপিএল স্থগিত হওয়ার কারণে মানুষ হতাশায় ভুগছে। তাই তারা এখন ইন্ডিয়ান আইডল শোর সমালোচনা করতে ঝাঁপিয়ে পড়েছে।

বলিউড স্পাইকে দেয়া এক সাক্ষাৎকারে আদিত্য জানান, ‘দু-তিন সপ্তাহ আগে আইপিএল বন্ধ হয়ে গেছে। তারজন্য সমস্ত ক্ষোভ আমাদের ওপর প্রকাশ করা হচ্ছে। মা-বাবারা রিমোট নিয়ে নিয়েছেন। তাই নতুন প্রজন্ম খুশি নয়। তারা জানে না কোথায় ক্ষোভ প্রকাশ করতে হবে। গত বছর এবং এই বছরও টিভিতে নতুন কিছু এলে আমি উৎসাহ নিয়ে দেখি। কারণ আমাদের হাতে অনেক সময় আছে।’

বেশকিছু দিন আগে কিশোর কুমারের সম্মানে ইন্ডিয়ান আইডলের প্রতিযোগীরা কিশোর কুমারের ১০০টি গান গেয়ে গেয়েছিলেন। দর্শকরা তাদের গান পছন্দ করেনি। তখন কিশোর তনয় অমিত কুমারের সততা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন