প্রযোজক করণ জোহরের সঙ্গে মনোমালিন্য হওয়ায় ধর্মা প্রোডাকশনের ‘দোস্তানা- ২’ থেকে তাকে বাদ দেয়া হয় কার্তিক আরিয়ানকে। এরপর জানা যায় আরো দুটি প্রজেক্ট হাতে নিয়েছেন কার্তিক। তবে কি সুদিন ফিরলো এই অভিনেতার? চলতি মাসে বলিউডে এক দশক পূর্ণ করলেন তিনি।
বলিউড হাঙ্গামার বলছে, পরিচালক হানসল মেহতার পরবর্তী সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কার্তিককে। এই সিনেমায় ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলটের ভূমিকায় অভিনয় করবেন তিনি। নামম-ধাম না জানা গেলেও, জানা গেছে ছবির প্রযোজনার দায়িত্বে আছেন বিখ্যাত নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা।
জাতীয়তাবাদ ও দেশপ্রেম সিনেমার উপজীব্য। পরিচালক জানিয়েছেন, সত্য ঘটনা অবলম্বনে ছবির মূল গল্প ও চিত্রনাট্য সাজানো হয়েছে।