অস্থিরতায় ঘুম হয়নি শ্রাবন্তী’র।

৯ই মার্চ, মঙ্গলবার। টলিউড পাড়ায় এখন যেনো নির্বাচনের আবহাওয়া। টলিউড তারকারা যেনো সব ছেড়ে মাঠে নেমে পরেছেন। তার মধ্যে অন্যতম একজন অভিনেত্রী শ্রাবন্তী। সদ্যই রাজনীতিতে পা দিয়েছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী। বেশকিছু দিন আগে অভিনেত্রী তার ফেসবুক ওয়ালে পোস্ট করে বলেছেন গতকাল থেকে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। তাই আপনাদের কাছে নত মস্তকে আশীর্বাদ কামনা করছি । একজন মা এবং নারী হিসেবে চাইব আমাদের সবার সন্তান যেন ‘সোনার বাংলা’ তে বড় হয়ে উঠুক। গতকাল হিন্দুস্তান টাইমসের নেওয়া একটি সাক্ষাৎকারের মাধ্যমে তিনি জানিয়েছেন সারারাত ঘুম হয়নি তার । অনেক অস্থিরতা কাজ করছিল তাই, সকাল সকাল উঠে পড়েছি। কারণ প্রথমবার আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যাবো।তার সঙ্গে দেখা হবে। তাকে স্বাগতম জানাবো আমাদের ‘সোনার বাংলা ‘আাসার জন্য। তিনি আরো বলেন, বিধানসভা ভোটের প্রার্থী হতে চাই। তবে বাকিটা নির্ভর করছে দল এবং ওপর ওয়ালার ওপর।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন