মমিন বিশ্বাস এর কথায় এবং আর কে রিপন সরকারের সুরে আয়ারল্যান্ড প্রবাসী শিল্পী আভি অজিতাভ ও দেশবরেণ্য সংগীতশিল্পী দিঠি আনোয়ারের কন্ঠে ‘দিনের শেষে’ প্রকাশিত হয়েছে ইউটিউব এ। গানটির মিউজিক ভিডিও এর নির্দেশনা দিয়েছেন জয় সরকার।
এ গান নিয়ে থ্রী সিক্সটি বিনোদনকে শিল্পী আভি অজিতাভ বলেন, একদিন হঠাৎ করে মনে হলো আমার নিজের কিছু গান থাকা দরকার, যা আমার অস্তিত্বকে জানান দিবে। সেই সাথে যারা আমাকে এবং আমার গানকে ভালোবাসেন তাদের এই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে উপহার স্বরুপ আমি আমার কিছু নিজের মৌলিক গান উপহার দিতে চাই।
এই ভাবনা থেকেই আমি আমার মৌলিক গানের কাজ শুরু করি। আমি মমিন বিশ্বাস, আর কে রিপন সরকার, দিঠি আনোয়ার, জয় সরকারসহ সবার কাছে চির কৃতজ্ঞ আমার এই কাজটিতে সহযোগিতা করার জন্য। এ গানটির প্রযোজক সিমু আয়শা ও বাবু এবং তাদের প্রতিও আমি চিরকৃতজ্ঞ। দেশে ও প্রবাসে সকল বাংলা ভাষাভাষী মানুষেরা কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি ভবিষ্যতে যেন আরো গান উপহার দিতে পারি।