অন্তঃসত্ত্বা মায়েদের পাশে অনুষ্কা

করোনা মহামারির এই কঠিন সময়ের মধ্যে কোনমতে দিন কাটছে সকলের। এই কঠিন সময়ে যারা অন্তঃসত্ত্বা হয়েছেন তাদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী অনুষ্কা শর্মা।

ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, ‘জাতীয় মহিলা কমিশন একটি হেল্পলাইন নম্বর চালু করেছে, ২৪ ঘন্টা সেই নম্বরে সহায়তা পাবেন হবু মায়েরা। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল- ৯৩৫৪৯৫৪২২৪, এটি তাদের ‘হ্যাপিটুহেল্প’ (#Happy To Help) উদ্যোগের অন্তর্ভুক্ত।’

সব রকম মেডিকেল সেবা পৌঁছে দিতে তৈরি হয়েছে এই টিমটি, এমনটাই জানান অনুষ্কা।

বেশ কিছুদিন আগে ত্রাণের জন্য তহবিল গঠন করেছিলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। সেখানে বাংলাদেশি টাকায় ২ কোটি টাকা অনুদান দেন এই দম্পতি। সম্প্রতি উক্ত ফান্ডে ১১ কোটি ৩৯ লক্ষ ১১ হাজার ৮২০ টাকা জমা হয়েছে, এমনটাই ১৫মে ইনস্টাগ্রামে পোস্ট করে জানান অভিনেত্রী অনুষ্কা শর্মা। যারা সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন