আহত পপ তারকা নিক জোনাস

রিয়েলিটি শো-এর শুটিং চলাকালীন আহত হন হলিউডের পপ তারকা নিক জোনাস। টিএমজেড-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মে শুটিংয়ের সময় নিক আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারকার চোট কতটা গুরুতর সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়।

বর্তমানে লস অ্যাঞ্জেলেসে রয়েছে নিক জোনাস, তার স্ত্রী বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া শুটিংয়ের কাজে লন্ডনে আছেন।

জানা গেছে, ইতিমধ্যে নিককে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। ১৭ মে ‘দ্য ভয়েস’-এর শুটিং সেটে ফিরবেন তিনি। পপ তারকা নিক জোনাস টাইপ-১ ডায়বেটিক রোগী। ২০১৮ সালে এই তারকা ইনস্টাগ্রামের মাধ্যমে নিজের অসুস্থতার খবর জানিয়েছিলেন। নিক লিখেছিলেন, ‘আজ থেকে ১৩ বছর আগে আমার শরীরে টাইপ-১ ডায়বেটিস ধরা পড়ড়ে।’ এছাড়া নিক জানিয়েছিলেন, এর ফলে তার ওজনও কমেছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন