বয়কট হতে পারেন নোবেল, তার বিরুদ্ধে জিডি

সমালোচনা-আলোচনায় থাকা সারেগামাপা খ্যাত তরুণ সংগীতশিল্পী নোবেলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন সময় টেলিভিশন কর্তৃপক্ষ।

সময় টেলিভিশন কর্তৃপক্ষে তাদের পেজে তথ্যটি নিশ্চিত করেছে। বেসরকারি এই টেলিভিশন কর্তৃপক্ষের অভিযোগ, তাদের এক প্রতিবেদককে নোবেল বাসা থেকে তুলে নেয়ার হুমকি দিয়েছেন।

১৭ মে এই অভিযোগে ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নোবেলকে জিডির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘আমি জিডি নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই।’

জিডিতে বলা হয়েছে, নোবেল টিভি চ্যানেলের নিজস্ব প্রতিবেদক আল কাছিরকে ‘অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, জেলে নেয়া এবং বাসা থেকে তুলে নেয়ার হুমকি দিয়েছেন।

অপরদিকে, প্রতিবেদকে ‘হুমকির’ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘নোবেলের এমন আগ্রাসী আচরণে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা নোবেলকে সর্তক করে দিয়ে বলতে চাই, কোনোভাবেই আপনার এমন আচরণ মেনে নেয়া হবে না।’
তাকে পুরোপুরি বয়কট করা এবং তার (নোবেল) সঙ্গে যারা কাজ করবে তাদের বিরুদ্ধেও বাচসাস সাংগঠনিক ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে বিবৃতিতে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন