হাসপাতালের বাহিরে কাঁদছেন অভিনেত্রী রাখি স্যাওয়ান

সম্প্রতি ইন্ডিয়ান চ্যানেল’র বিখ্যাত রিয়েলিটি শো ‘বিগ বসের সেরা দশের উইনার রাখি স্যাওয়ান”।এতো বড় একটি রিয়েলিটি শো জিতেও রাখি স্যাওয়ান যেনো দুঃখের সাগরে ভাসছেন। বলিউড তারকা যাকে সবসময় দেখা যায় স্ক্রিনে হাসি খুশি, অনেকেই বলেন তাকে ড্রামা কুইন। বিগ বস রিয়ালিটি শো’র সময় যাকে বলা হয়েছিল সেরা এন্টারটেইনার। ‘বিগ বস রিয়ালিটি শো’ বিজয়ী হবার পর যেখানে বাকি বিজয়ীরা তার প্রিয়জনদের সাথে আনন্দে সময় পার করছেন। অপরদিকে এই অভিনেত্রী হাসপাতালের দরজায় দরজায় মায়ের চিকিৎসার জন্য ব্যকুল হয়ে আছেন। শো চলাকালীন সময় হঠাৎ মায়ের সাথে কথা বলার সময় তিনি জানতে পারেন তার মা এখন হাসপাতালে ভর্তি আছেন। রাখির সেই মায়ের সাথে আলাপ মূহুর্ত যেনো দর্শকের মন নাড়া দিয়েছিল। রাখি স্যাওয়ান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার দর্শকদের জানিয়েছেন। তার মায়ের ক্যান্সারের শেষ ধাপের চিকিৎসা চলছে। মা এখন বেহুশ আছে,কেমোথেরাপি চলছে তার।এখনও দুটো কেমো বাকি আছে।এরপর শুরু হবে ক্যান্সার অপারেশন। পুরো দেশ বাসি সকলের কাছে রাখি স্যাওয়ান দোয়া চেয়েছেন তার মায়ের জন্য। তিনি আরোও বলেছেন পৃথিবীর সকল মা যেনো সুস্থ থাকে,ভালো থাকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন