সম্প্রতি ডিজাইনার সুজানা খান ধূসর রঙের পাঠানী পোশাকে ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন। দর্শকেরা অসংখ্য রিয়েক্ট ও মন্তব্য করছেন ছবির নিচে। সেসব মন্তব্যের ছাপিয়ে আলোচনায় সুজানার প্রাক্তন স্বামী হৃতিক রোশনের মন্তব্য। হ্যাঁ, তিনিও ওই ছবিতে মন্তব্য না করে পারেননি।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুজানা লিখেছিলেন, ‘…পাঠানী পোশাকটা বেশ পছন্দ হয়েছে…আমার পছন্দের রঙ দিয়ে এটি বানিয়েছ।’
ওই পোস্টেই বলিউড সুপারস্টার হৃতিক মন্তব্য করেন, ‘দারুণ লুক’। তবে এবারই প্রথম নয়, এর আগেও হৃতিক সুজানার পোস্টে মন্তব্য করেছেন।
সুজানা ও হৃতিক রোশন ২০০০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছেলেবেলার বন্ধুত্ব থেকে বিয়ে। ২০১৪ সালে পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে তারা আলাদা হয়ে যান। আলাদা হলেও বন্ধুত্বটা অটুট আছে- দেখে অন্তত তাই মনে হয়। তারাও তা দাবি করেন।