শত্রুর মঙ্গল কামনা করলেন শ্রীলেখা

শ্রীলেখা মিত্রের ভিন্ন মনোভাব! সামাজিক যোগাযোগমাধ্যমে ১৭মে অভিনেত্রী শ্রীলেখা এক অন্যরকম স্বীকারোক্তি পেশ করলেন। বরাবরই তাকে বামদল নিয়ে আলোচনা করতে দেখা যায়। প্রায়ই বিপরীত দলের প্রতিক্রিয়া ছড়িয়ে দিতে ব্যস্ত থাকেন তিনি।

সম্প্রতি ফেসবুকে শ্রীলেখা লেখেন, ‘রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবি কাল কি হবে? নিজেকেই নিজে মোটিভেট করার চেষ্টা করি, কিন্তু সকালে ওঠে ফেসবুক খুলতে খুলতেই মৃত্যুর সংবাদ। চারদিকে স্তব্ধ গ্রাস করেছে একটু একটু করে মানবজীবনকে। আজ যে আছে কাল সে আরআইপি। এই সময়ে প্রার্থনা করি আমার শত্রুরাও যেনো ভালো থাকে, সুস্থ থাকে। সত্যি বলছি। ‘

শ্রীলেখা মিত্রের এই পোস্টে অভিনেতা তথাগত মুখোপাধ্যায় মন্তব্য করেন, ‘মৃত্যুর মধ্যে জীবনের গান যারা গাইতে পারেন, তারাই বেঁচে আছেন। আমি মনে করি তুমি তাদেরই একজন।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন