ফিলিস্তিনে হামলায় মর্মাহত ঢাকার বুবলি

ফিলিস্তিন সামরিক হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত কমপক্ষে ২০০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অসংখ্য মানুষ। সম্প্রতি ২টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। বিমান হামলা ধসে পড়ছে ফিলিস্তিনের একের পর এক ভবন। অনেকে এই হামলার নিন্দা জানিয়েছেন। তারকাদের একটি বড় অংশও প্রতিবাদ করেছেন। এবার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী বুবলি। বুবলি ১৬ মে সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্ট দিয়েছেন।

তিনি পোস্টে লিখেছেন, ‘করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশটিতে নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা!  ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ ভাবতেই গা শিওরে ওঠে।’

আল জাজিরার খবরে বলা হয়, গতকাল রাতে এক ঘণ্টা ধরে দেড় শতাধিক রকেট ছুঁড়েছে ইসরায়েল। গাজা উপত্যকার আল-ওহেদা শহরে ৭০টিরও বেশি রকেট ছোঁড়া হয়েছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন