করোনা আক্রান্তদের জন্য ‘সেফ হোম’ তৈরি করবেন যীশু

ইতিমধ্যেই করোনার এই আতিমারির সময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন টালিগঞ্জের অনেক তারকারা। সম্প্রতি যীশু সেনগুপ্ত দেবাশিষ কুমারের সঙ্গে হাত মিলিয়ে করোনা আক্রান্তদের জন্য সেফ হোম তৈরি করার উদ্যোগ নিয়েছেন। দক্ষিণ কলকাতার সংস্কৃতি চর্চাকেন্দ্র বাণীচক্র স্থানটিকে বেছে নিয়েছেন তারা। ইতিমধ্যে বাণীচক্রের পরিবেশ পাল্টে দিয়েছেন যীশু সেনগুপ্ত। তিনি এমনটাই জানিয়েছেন সামজিক যোগাযোগমাধ্যমে।

চলছে সেফ হোম তৈরির কাজ, এখন পর্যন্ত সেখানে ২০টি বেড, ৭টি অক্সিজেন কনসেনট্রেটর এবং ২০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। আপাতত ২৫ জন করোনা রোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

এপ্রিলের মাঝেই সেফ হোম তৈরি করার কথা মাথায় এসেছিল তার। যীশু বলেন, ‘আমিও অনেক দিন ধরেই কিছু করার কথা ভাবছিলাম। দেবাশিস কুমারের সঙ্গে যোগাযোগ করতেই তিনি এই ব্যবস্থা করে দিলেন।’

এই হোমে শুধুমাত্র ঔষধ পথ্যের খরচ পরিবার বহন করবে। আর যাবতীয় দায়িত্ব পালন করবেন ‘সেফ হোম’। এছাড়াও যখন বেড খালি থাকবে শহরের যেকোনো প্রান্ত থেকে মানুষ এখানে সেবা নিতে পারবেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন