অবশেষে যা বললেন মিথিলা ও তাহসান

ইভ্যালি চিফ গুডনেস অফিসারের দায়িত্বে আছেন তাহসান। সম্প্রতি প্রতিষ্ঠানটির ফেইস অব লাইফস্টাইল হিসেবে যুক্ত হন মিথিলা।

তাহসান-মিথিলা জুটির বিবাহ বিচ্ছেদ ঘটে পাঁচ বছর আগে। এরপর আর একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাদের।

সম্প্রতি ঈদের দ্বিতীয় দিন শনিবার একসঙ্গে বহুদিন পর দেখা গেল তাদের। অনলাইনে যুক্ত হলেন তারা। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন নাভিদ মাহবুব।

অনুষ্ঠানে শেষ মুহূর্তে একে অপরকে নিয়ে কিছু কথা বলেন তাহসান-মিথিলা। শুরুতে তাহসান বলেন, ‘আমার আর তার বিচ্ছেদ হয়েছে পাঁচ বছর। সঙ্গত কারণে আমরা একসঙ্গে কাজ করছি না। কিন্তু তারপরও আমার কোনো পোস্টে বা তার কোনো পোস্টে নেতিবাচক কথা লেখা হয় না।’

তাহসান আরো বলেন, ‘আমরা যারা পাবলিক ফিগার, তারা কথা বলি না বলে বিষয়টা আরো বেড়ে যাচ্ছে। এটা নিয়ে আমাদের কথা বলা উচিত। বাজে মন্তব্য করাতে আসলে কোনো বীরত্ব নেই বরং নিজের হীনমন্যতা প্রকাশ পায়।’

অভিনেতা তাহসানের মতে, তারা আলাদা হয়েছেন কিন্তু তারপরও তারা পাশাপাশি বসে সসম্মানে কথা বলতে পারেন।

মিথিলা বলেন, ‘আমরা প্রথমে এটাতে রাজি ছিলাম না। কিন্তু পরে মন হলো যে, না, এখান থেকে ভালো কিছু কথা বলা যাবে। তাছাড়া একটি ইতিবাচক ভালো উদাহরণ তৈরি করা দরকার আমাদের।’

এছাড়া মিথিলা সন্তানের কথা উল্লেখ করে বলেন, ‘এই দেশে তো আমার সন্তানকে বড় করতে হবে। যতই খারাপ মানুষ বলে যাক, আমি ভালোটাই বলে যাব। আমি উল্টো একটা গালি দেবো না আমাকে গালি দিচ্ছে বলে।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন