ক্যান্সারে আক্রান্ত নাফিসা আলি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নাফিসা আলি। ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘মেজর সাব’, ‘গুজারিশ’ এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে তার বয়স ৬৪ বছর। দু’বছর যাবত মরণব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত তিনি।

অভিনেত্রী নাফিসা আলি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। যেখানে তিনি দু’বছর আগের এক অস্ত্রপাচারের আগের মুহূর্তে ধারণ করা একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে নার্সদের সহযোগিতার হাঁটছেন তিনি।

ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, ‘এটা দু’বছর আগের আমি। তখন আমার পেরিটোনাল ক্যান্সারের সবে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক সহ ওই হাসপাতালের গোটা মেডিকেল টিম যারা আমার দেখাশোনা করেছিলেন, তারা অসাধারণ। প্রত্যেকে আমাকে সাহস জুগিয়েছিল। এখন আনন্দের সাথে, আমার সুপার পজিটিভ পরিবারের সঙ্গে জীবন উপভোগ করছি। ‘

অভিনেত্রী আরও জানিয়েছেন তিনি আপাতত সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। অভিনেত্রীর এই ভিডিও দেখে সবাই তার প্রশংসা করেছেন। তার সাহস দেখে সবাই তাকে বাহবা জানিয়েছেন। এই লড়াইয়ে তিনি জয়ী হবেন এমনটাই আশা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন