বলিউডের তারকাদের ঈদবার্তা

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশকিছু দেশে ১৩ মে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। তবে বাংলাদেশ ও ভারত ঈদ উদযাপন করল ১৪ মে। বিশেষ এই দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে তারা শুভেচ্ছা বিনিময় করেছেন।

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর। অভিনেতা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং অন্ধকার কেটে সবাই যেনো আলোর পথে ফিরে আসতে পারে সেই আশাবাদও ব্যক্ত করেছেন। এই অভিনেতা একটি প্রার্থনামূলক কবিতাও শেয়ার করেছেন। সেই সাথে তিনি টুইট করে বলেন, ‘তাদের জন্য প্রার্থনা যারা আর পারছেন না। এই কঠিন সময়ে অনেকেরই বেশি বেশি প্রার্থনা করা দরকার। যাদের কেউ নেই তাদের জন্য বেশি বেশি প্রার্থনা। এই ঈদে আমরা তাই করব আপনাদের সবার জন্য।’

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুন্না ভাইখ্যাত তুমুল জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। টুইট করে অভিনেতা বলেন, ‘ঈদ সব সময়ই ভালোবাসার, সহানুভূতি ও কৃতজ্ঞতার। আপনার চারপাশের সবার প্রতি সদয় হোন, কারণ এই সময়ে এটি অন্য সময়ের চেয়ে বেশি প্রয়োজন। সবার মঙ্গল কামনা করছি।’

মাধুরী দীক্ষিত টুইট করেছেন, ‘যারা ঈদ উদযাপন করছেন, সবাইকে ঈদ মোবারক। চলুন প্রার্থনায় ভালোবাসার মানুষগুলোকে স্মরণ করি এবং সবার মঙ্গল কামনা করি।’

এছাড়াও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সালমান খান, প্রীতি জিন্তা, অভিষেক বচ্চন, সোনাম কাপুর, সারা আলি খানসহ আরও অনেকেই।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন