তারকাদের ঈদ উদযাপন

ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই ঈদকে ঘিরে থাকে কতশত আয়োজন। তবে এবারের ঈদটাও গত বছরের মতো ঘরে বসেই কাটাতে হলো। বৈশ্বিক মহামারির সময় ঘরবন্দী মানুষের জীবন। তবে ঈদের দিনটা কিছুটা ভিন্নতা আনতেই তারকারা তাদের প্রিয়জনের সাথে আনন্দে ঈদ উদযাপন করলেন। তারই এক ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন তারা।

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা তার ফেসবুক পেইজে লাল রংয়ের একটি থ্রি-পিস পরে কিছু ছবি শেয়ার করেছেন। এবার এই তাকে তাহসানের সাথে সাগর জাহানের পরিচালনায় ‘এই পৃথিবী আমাদের’ নাটকে অভিনয় করতে দেখা যাবে।

তাহসানকে দেখা গেছে তার মেয়ে আইরার সাথে ঈদ উদযাপন করতে। বাবা-মা মেয়ে গাড়িতে বসে গান গাইছেন একসাথে এবং আনন্দ করছেন।

ধর্ম যার যার উৎসব কিন্তু সবার। অভিনেতা চঞ্চল চৌধুরী করোনা পরিস্থিতির কারণে এবার বেশির ভাগ তারকাদের মতো ঘরবন্দী ভাবে ঈদ উদযাপন করলেন। তিনি তার ছেলের সাথে ছবি পোস্ট করে সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন