এবার টিভির দিকে তাকিয়ে থাকবেন ফারিয়া!

করোনা ভাইরাসের প্রকোপ সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের জীবনেও বেশ ভয়াবহ প্রভাব ফেলেছে। দৈনিক জীবন-যাপনে নানা সমস্যা দেখা দিয়েছে। ঢালিউড ইন্ডাস্ট্রির ব্যস্ত তারকাদেরও কাজের ক্ষেত্রে প্রভাব ফেলেছে করোনা। অনেকেই সীমিত পরিসরে কাজ করছেন, কেউ বা কাজ করাই বন্ধ করে দিয়েছেন।

সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় নায়িকা শবনম ফারিয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তার ঈদের শিডিউল। অভিনেত্রী ফারিয়া বলেন, ‘সাধারণত টিভিতে ঈদের নাটক দেখা হয় না। নাটকগুলো ইউটিউবেই দেখি। তবে এবার টিভির দিকে তাকিয়ে থাকবো। কারণ, এবার একটি চ্যানেলে দেখানো হবে আমার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দেবী’। এর আগে হলে ছবিটি অনেকবারই দেখেছি। কিন্তু ছোট পর্দায় দেখা হয়নি।’

অভিনেত্রী শবনম ফারিয়া আরও জানান, তার বড় বোন দিল্লিতে বাস করেন। তার বোনের করোনা পজিটিভ ধরা পরেছে, শুরুতে অক্সিজেন পেতে খুবই মুশকিল হয়েছিল তবে পরবর্তীতে অক্সিজেন পাওয়া যায়। এখন আগের থেকে অনেকটা ভালো আছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন