অভিনেতা মোশাররফ করিম সম্প্রতি কলকাতার ‘ডিকশনারি’ সিনেমার জন্য পুরষ্কার লাভ করেছেন। পুরষ্কার পাওয়ার পরেই নতুন খবর জানালেন এই অভিনেতা। কলকাতার একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।
পরিচালক ব্রাত্য বসু খবরটি নিশ্চিত করে জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমে। ‘ডিকশনারি’ সিনেমার পরিচালকও ছিলেন তিনি।
নতুন সিনেমার নাম চূড়ান্ত না হলেও সিনেমার বিষয়ে নিশ্চিত পরিচালক। সত্য ঘটনা অবলম্বনে হুম্বা শ্যামলের জীবন নিয়ে নির্মিত হবে এই সিনেমাটি।
নিউজ বাংলার তথ্য অনুযায়ী, হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত হুম্বা শ্যামল। নব্বইয়ের দশকের শেষভাগে ছড়িয়ে পরেছিল তার নাম। পরবর্তীতে গ্যাংস্টার নামে নতুন এক পরিচয় লাভ করেন এই হুম্বা।
মাদক পাচার, খুন, অপহরণ এর মতো ৩০টি মামলা ছিল তার বিরুদ্ধে। ২০০৫ সালে অতি নাটকীয়ভাবে আটক হয় এই হুম্বা। ৭০টির বেশি মোবাইল ফোন ব্যবহার করতেন তিনি।
এইরকম একটি গ্যাংসটার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে।