তাহসান-মিথিলার আগে সারপ্রাইজ দিলেন জন!

১২ মে মধ্যরাত থেকেই তাহসানের সারপ্রাইজ ইস্যুতে পুরো ফেসবুক তোলপাড়। এক ঘন্টার মধ্যে তাহসান-মিথিলার পোস্ট নিয়ে আলোচনা শুরু সামাজিক যোগাযোগমাধ্যমে।

আসছে শনিবার সেই সারপ্রাইজ এর রহস্য উন্মোচন হবে এমনটাই প্রত্যাশা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।

অনুরাগীদের ধারণা তারা কোনো ই-কমার্স সাইটের প্রমোশন করেছেন। তবে এখনো এর সত্যতা জানা যায়নি, জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত।

অপরদিকে সারপ্রাইজ নিয়ে হাজির হলেন জন কবির। ১৩ মে সকালে জন কবির তার ফেসবুকে পেইজে অভিনেত্রী মিথিলার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবি পোস্ট করে জন শিরোনামে লিখেছেন, ‘Surprise, Surprise !!!’

বন্ধু তাহসান ও মিথিলার সারপ্রাইজের সূত্র ধরে হাঁটলেন জন কবির। প্রকাশ করলেন সম্প্রতি মিথিলাকে নিয়ে তার নতুন সিজনের পডকাস্ট পরিকল্পনার কথা। জনের উপস্থাপনায় ‘আই স্টারটেড আ পডকাস্ট’ এর নতুন সিজনে অতিথি হিসেবে দেখা যাবে মিথিলাকে।

তাহসান কি তবে এই সারপ্রাইজের কথাই বলেছিল? নাকি তার আরো অন্য কোনো পরিকল্পনা আছে? তা জানতে অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন