শিশুতোষ চ্যানেল দূরন্ত টিভি বরাবরই বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হয় টিভির পর্দায়। শিক্ষামূলক অনেক অনুষ্ঠানও প্রচার করা হয়ে থাকে এই চ্যানেলটিতে।
এবার ঈদের আনন্দকে আরও দ্বিগুন বাড়িয়ে তুলতে দূরন্ত টিভি উদ্যোগ নিয়েছে, শিশুদের জন্য বিশাল এক ভরপুর আয়োজনের। চ্যানেলটি এবার ১০টি হলিউডের ছবি বাংলায় ডাবিং করে প্রিমিয়ার করতে যাচ্ছে।
ঈদের দিন থেকে ৫ম দিন পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা ও রাত ১০টায় এই ছবিগুলো প্রচারিত হবে। দূরন্ত টিভির ফেসবুক পেজে ইতিমধ্যে ছবির সময়সূচি পোস্ট করা হয়েছে।
হলিউড ব্লকবাস্টার ছবিগুলোর নাম, ‘মিনিয়নস’, ‘হাউ টু ট্রেইন ইউর ড্রাগন’, ‘মি পিবডি অ্যান্ড শ্যারমান’, ‘ই টি দ্য এক্সট্রা – টেরিসট্রিয়াল’, ‘পেঙ্গুইনস্ অব মাদাগাস্কার’, ‘রুস্টার ডুডল ডু’, ‘শার্ক টেল’, ‘ড. সুস’স দ্য লোরেক্স ‘, ‘ডিস্পিকেবল মি ২’, ‘কিউরিয়াস জর্জ’, ও ‘ব্যাক টু দ্য জঙ্গল’।