২০১৮ সালে ডিসেম্বরে হিন্দু ও ক্যাথলিক নিয়মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া।
সম্প্রতি জিকিউ ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে নিজেদের ‘বেডরুম সিক্রেট’ ফাঁস করলেন নিক জোনাস। নিক জানান, প্রিয়াঙ্কার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া সময় নিজের গান চালানো এক্কেবারেই পছন্দ করেন না তিনি।
এছাড়াও নিক জোনাস বলেন, ‘সেই বিশেষ সময়ে ভালো গান শোনা জরুরি, আমার নিজস্ব প্লেলিস্ট রয়েছে। তবে আমি নিজের গান সেই প্লেলিস্টে কোনোদিন রাখি না। ‘ তবে তিনি বলেছেন, অন্য কেউ বিশেষ মুহূর্তে আমার গান চাইলে শুনতেই পারে।
শুটিংয়ের কাজে ব্যস্ত প্রিয়াঙ্কা এখন লন্ডন ও জার্মানিতে আছেন। স্ত্রীকে খুব মিস করছেন একথা জানাতেও ভুলেননি নিক জোনাস।