এলেন ডিজেনের্স আমেরিকার অন্যতম সুখ্যাত কৌতুক অভিনেতা এবং সমকামী অধিকারেরও একজন আইনজীবী। ২০০৩ সালে শুরু হওয়া এ শো ১৯ সিজনের পরই শেষ হয়ে যাবে। হলিউড রিপোর্টের সূত্রে জানা যায়, দীর্ঘ ১৯ বছর এবং ৬০ টির উপর এ্যামি এ্যাওয়ার্ডস জয়ের পর কিছু বিতর্কিত ঘটনার কারণে শো’টি বন্ধ ঘোষণা করেছেন এলেন ডিজেনের্স। গত বছর শো’টির কর্মীরা অভিযোগ করেন যৌন হয়রানি, ভয় দেখানো এবং বর্ণবাদের। এ অভিযোগের পরিপেক্ষিতে এলেন ক্ষমা চান এবং অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান।
২০২০ সালের জুলাই মাসে এ শো এর ৩৬ জন কর্মী শো’টির এক্সিকিউটিভ প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এবং এতে শো’টির জনপ্রিয়তা প্রশ্নবিদ্ধ হয়।
২০২২ সালের বসন্তে শেষ পর্বটি পরিবেশিত হবে এ জনপ্রিয় শো এর। এ নিয়ে এলেন বলেন, সব ভালো কিছু শেষ আছে। সৃজনশীল এ শো’টিও তাই।