এবারের ঈদ আয়োজনে দেশের অন্যান্য জনপ্রিয় শিল্পীদের সঙ্গে থাকছেন কলকাতার জনপ্রিয় দুই শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন।
এই জনপ্রিয় জুটিকে মডেল করে নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিওর গান। ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গানটি প্রকাশ পাবে। গানটি গেয়েছেন তাপস ও দিলশাদ নাহার কাকলী। গানটির শিরোনাম ‘আজ এই কথা দিলে দোষ কী’।
এই প্রথম বাংলাদেশের কোনো গানে মডেল হলেন পরমব্রত ও রাইমা।
সম্প্রতি তাপস তার ফেসবুক পেজে গানটি প্রকাশের তথ্য নিশ্চিত করেছেন। তাপস লেখেন, ‘আজ এই কথা দিলে দোষ কী’ আসছে ঈদে। তাপস ও দিলশাদের গাওয়া গানটিতে দর্শকরা দেখতে পাবেন পছন্দের রোমান্টিক জুটি পরম ও রাইমাকে।’
গানটির টিজার ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তবে এখনো জানা যায়নি গানটি কবে মুক্তি পাবে।
‘আজ এই কথা দিলো দোষ কী’ গানটি প্রকাশিত হয়েছিল বেশ আগেই। গানটি গেয়েছিলেন সংগীত শিল্পী দীপ্তি। সেই গানটি নতুন করে গাইলেন তাপস ও কাকলী।