ভয়ে ভয়ে ছিলেন দিশা পাটানি!

‘রাধে, ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমায় সুপারস্টার সালমান খানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। ভাইজানের সঙ্গে এটি দিশার দ্বিতীয় ছবি। এর আগে ‘ভারত’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ইতিমধ্যে এ জুটির সিটিমার গানটি জনপ্রিয়তা পেয়েছে। দুজনের মঞ্চ কাঁপানো নাচ ভক্তদের পছন্দের তালিকায় যুক্ত হয়েছে। তবে অভিনেত্রী দিশা পাটানি সালমান খানের সঙ্গে কাজ করতে ভয় পেয়েছিলেন! এমনটাই জানাল ভারতীয় সংবাদমাধ্যম।

দিশা বলেন, ‘বেশ ভয়ে ছিলাম। বেশ চিন্তায় ছিলাম। কারণ আমার মাথায় তখন ঘুরত- দেশের সব থেকে জনপ্রিয় তারকার বিপরীতে অভিনয় করতে হবে আমাকে।’

এই অভিনেত্রীর কথায়, শুটিং শুরুর দিন থেকেই তিনি বুঝতে পেরেছিলেন সালমান খান খুব মজার মানুষ। সেই সাথে দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি কাজের ক্ষেত্রে খুব সিরিয়াস।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন