‘৬টা আঙুল নিয়ে অভিনেতা হওয়া যায় না’

বছর তিনেক আগের এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করলেন বলিউড চিত্রগ্রাহক বরিন্দর চাওলা।

কি ছিল সেই ভিডিওর রহস্য? ভিডিওতে দেখা যাচ্ছে সাদা-কালো ভিডিওর মাঝে নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেতা হৃতিক রোশন। তারকা পরিবারের সন্তান হয়েও ইন্ডাস্ট্রিতে পা রাখা এতোটা সোজা ছিল না তার। অভিনেতাকে শুনতে হয়েছিল, ‘৬টা আঙ্গুল নিয়ে অভিনেতা হওয়া যায় না।’ অভিনেতা বলেন এ ধরনের কটাক্ষ শুনেও থেমে যাননি তিনি। এগিয়ে গিয়েছেন নিজের লক্ষ্যের দিকে। নিজের খারাপ লাগাটাকে শক্তি হিসেবে ব্যবহার করেছেন। সবাইকে উদ্দ্যশে করে তিনি বলেন, নিজের দূর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করতে হবে।

অভিনেতা হৃতিক রোশন ব্যক্তিগত জীবন ও পেশাগত জায়গা থেকে নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ‘কাহো না প্যায়ার হ্যায়’-এর মতো সুপারহিট ছবির সাফল্য পেলেও পরবর্তীতে বেশ কয়েকটি ছবি ব্যর্থ হয়। তবুও হার মানতে রাজি ছিলেন না এই অভিনেতা। দীর্ঘ বিবাহিত জীবনও সুখের ছিল না। ১৪ বছর দাম্পত্য জীবনে বিচ্ছেদের পরও ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন