ইত্যাদি আর ঈদ। দীর্ঘ তিন দশক ধরে ছোট থেকে বড় যেকোনো বয়সের পছন্দের একটি অনুষ্ঠান ‘ইত্যাদি’। ইত্যাদি শুরুর আগ মুহূর্তেই অধীর আগ্রহ নিয়ে শ্রোতা বসে থাকেন টিভির পর্দায়। প্রতিবারই ঈদকে মাথায় রেখে ভিন্ন ভিন্ন কন্টেন্ট ও বিভিন্ন জেলার ঐতিহ্য নিয়ে হাজির হয় অনুষ্ঠানটি। গ্যালারিতে অসংখ্য দর্শকের উপচে পড়া ভিড়। সেই সাথে হানিফ সংকেত এর মনোমুগ্ধকর উপস্থাপনা।
করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে এবার ভিন্ন মাত্রায় আয়োজিত হবে অনুষ্ঠানটি। এমনটাই আভাস পাওয়া গেলো হানিফ সংকেতের ফেসবুক পেজের মাধ্যমে। দর্শক গ্যালারি ফাঁকা রেখেই এবার অনুষ্ঠিত হবে ‘ইত্যাদি’।
হানিফ সংকেত এর ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এডমিন প্যানেল লিখেছেন, ‘ঈদের পরদিন ইত্যাদি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ রাত ৮ টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ‘
মানুষকে একটু আনন্দ দিতে সর্বদা প্রস্তুত ‘ইত্যাদি’। করোনা পরিস্থিতিতেও হাজির হবেন হানিফ সংকেত।