করোনার মহামারিতে গৃহবন্দী টলিউড। শুটিংয়ের ব্যস্ততা ছেড়ে লকডাউনে গৃহবন্দী হয়ে আছেন তারকারা। চার দেয়ালে বন্ধী আছেন অভিনেতা অঙ্কুশ হাজরাও। তবে মহামারি হলেও কাজ তো থেমে থাকবে না, বিরতি নেই তার।
সম্প্রতি ‘ম্যাজিকের’ সাফল্যের পর আবারও জুটি বাঁধলেন পরিচালক রাজা চন্দ্রের সাথে। ৯ মে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই জানালেন এ খবর।
ছবি সম্পর্কে অভিনেতা অঙ্কুশ হাজরা আনন্দবাজারকে জানিয়েছেন, ‘সবে মাত্র চিত্রনাট্য লেখার কাজ চলছে। এর বেশি এখনো কিছু এগোয়নি। আমি ছাড়াও একজন সেকেন্ড লিড থাকবে। ভাবনা চিন্তে চলছে সেই ব্যাপারেও।’
প্রসঙ্গত কারণে অভিনেতার ব্যক্তিগত জীবনে বিবাহের বিষয়ে প্রশ্ন আসলে অভিনেতা বলেন, ‘অনেকেই বলছেন, এই সুযোগে বিয়েটা করে নিতে। তা হলে কাউকে নেমন্তন করতে হবে না। অভিনেতা জানান, পরিস্থিতি ঠিক থাকলে বছরের শেষের দিকে হয়তো বিয়েটা সেরে ফেলতাম।’