ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শিল্পী। বাংলাদেশ চলচ্চিত্রকে উপহার দিয়েছেন অসংখ্য ছবি। তার অভিনয় দখল করে নিয়েছিল ভক্তদের মন। বর্তমানে তাকে পর্দায় না দেখা গেলেও বিভিন্ন সময়ে চলচ্চিত্র কর্মীদের পাশে তাকে দাঁড়াতে দেখা যায়।
এবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে চলচ্চিত্র অঙ্গনের অসহায় সহকর্মীদের সহযোগিতা করতে এগিয়ে এসেছেন তিনি।
নায়িকা শিল্পী জাগো নিউজকে জানিয়েছেন, তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাতে ২ লাখ টাকা এবং চলচ্চিত্রের বৃদ্ধ কয়েকজন নারী শিল্পী ও পেশাজীবীর জন্য ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।
শিল্পী আরো বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। এখানে কাজ করে জনপ্রিয়তা ও সম্মান পেয়েছি। নানা কারণে এখন আর অভিনয় করা হয় না।’
করোনাকালে যারা অসহায় হয়ে পড়েছেন তাদের জন্যই তার এই উদ্যোগ।