সম্প্রতি পরিচালক আশিকুর রহমান ফেসবুকে ‘যদি আমি না থাকি’ শিরোনামের নাটকের পোস্টার প্রকাশ করেছেন। প্রকাশিত পোস্টারটি দেখে আন্দাজ করা যায় নাটকটি একটি পরিবারের গল্পকে ঘিরে।
পোস্টারটি শেয়ার করে পরিচালক লিখেছেন, ‘যেদিন আমি চলে যাবো সেদিন থেকে আমিহীন এই পৃথিবীটা কেমন হবে? এখন আমি যতোটা আছি চারপাশের সবকিছু জুড়ে, তখন এর কতোটুকু থাকবো? আদৌও কি আমি থাকবো কোথাও, যখন আমি থাকবো না?’
এই নাটকের একটি চরিত্রের নাম সোবহান, যার বয়স প্রায় ৬০। যিনি তার পারিবারিক জীবনে হঠাৎই তার অনুপস্থিতি নিয়ে ভাবতে শুরু করেন। অস্তিত্ব নিয়ে এই যে অন্তর্দ্বন্দ্ব- তাকে কেন্দ্র করেই নাটকটি নির্মিত হয়েছে।
গল্প ও চিত্রনাট্য করেছেন মনিরুল ইসলাম রুবেল। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান, মনিরা আক্তার মিঠু, অপূর্না ঘোষ, ইরফান সাজ্জাদ প্রমুখ।
এক ঘন্টার এই নাটকটি সম্প্রচারিত হবে এবারের ঈদের দিন, ‘লাইভ টেক’-এর ইউটিউব চ্যানেলে।