মহামারির দ্বিতীয় ঢেউ যেন আছড়ে পড়েছে ভারতের মহারাষ্ট্রে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
হাসপাতালের বেড ও অক্সিজেনের চরম সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। চিকিৎসা সেবা থেকে শুরু করে ত্রাণের ব্যবস্থাও করে যাচ্ছেন প্রতিনিয়ত। এবার সোনু সুদেরর ত্রাণ অভিযানে অর্থ দিয়ে সাহায্য করলেন অভিনেত্রী সারা আলী খান।
সম্প্রতি অভিনেতা সোনু সুদ টুইট করে লিখেছেন, ‘সুদ ফাউন্ডেশনে তোমার অনুদানের জন্য অনেক ধন্যবাদ প্রিয় সারা আলী খান। তোমার জন্য গর্বিত বোধ করছি, চালিয়ে যাও। এই কঠিন সময়ে তোমার এই অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তুমি একজন হিরো।’