বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এখন দুই বাংলায়ই জনপ্রিয় মুখ। জয়া আহসান শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বেশকিছু দিন আগে ‘ফিল্মফেয়ারে অ্যাওয়ার্ড’ অর্জন করেন। এছাড়াও জয়া জাতীয় চলচ্চিত্র পুরষ্কারও পেয়েছেন।
তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের শাড়ি পরা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। গোলাপি শাড়িতে, খোলাচুলে মিষ্টি রোদের আলোয় অসাধারণ লাগছে দেখতে এই অভিনেত্রীকে। পোস্ট শেয়ার করে অভিনেত্রী শিরোনামে লিখেছেন, ‘মিস মি?’
কার জন্য এই প্রশ্ন কেউ জানে না। কে তাকে মিস করছেন বা মিস করতে পারেন- এমন প্রশ্ন ভক্তদের। একজন মন্তব্য করেছেন, ‘অলওয়েজ মিস করি আর অনেক ভালোবাসি ‘। শুধু অভিনেত্রীর অনুরাগীরাই নয়, মন্তব্য করেছেন তারকারাও। অভিনেত্রী সোহানা সাবা লিখেছেন, ‘আমি অনেক মিস করি।’
তবে এতো শত মন্তব্যেরর পরও পরিষ্কার হল না কার জন্য জয়ার ছোট্ট প্রশ্নটি। আছে না জয়ার তেমন একজন – যিনি মিস করেন জয়ার এই অবতার?