করোনার কবল থেকে রেহাই পাচ্ছে না কেউ। শারীরিক, মানসিক ও অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এবার করোনার কবলে পড়ল মহানগর কলকাতার ঐতিহ্যবাহী বেকারি ‘কুকি জার’।
হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, করোনার প্রথম দিকের ধাক্কা কাটিয়ে উঠতেই ফের করোনার প্রকোপ তাই বিক্রি কমে এসেছে। প্রতিষ্ঠানের মালিক পক্ষ জানিয়েছে, লকডাউনের এই সময় সকাল ৭টা থেকে ১০টা এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলার নির্দেশনা রয়েছে। তাদের মতে এতো সকালে কেইবা দোকানে আসবে। তার ওপর আছে কঠোর লকডাউন।
‘কুকি জার’-এর অন্যতম কর্ণধার লাভি কাপুর জানিয়েছেন, দ্বিতীয় বার করোনার ধাক্কায় তারা হাঁপিয়ে উঠেছেন। সরকারী নির্দেশ অনুযায়ী নিয়ম মেনে দোকান খুললেও কাস্টমার নেই বললেই চলে। প্রতিষ্ঠানের কর্মীদের প্রতিদিন গণপরিবহনে যাতায়াত করতে হয় বলে সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। তারা আরো জানিয়েছে, অনলাইন ডেলিভারিতেও তেমন ফল নেই।
ফের কবে খুলবে ‘কুকি জার’ তা প্রতিষ্ঠানটি স্পষ্ট করেনি। তবে, পরিস্থিতি স্বাভাবিক হলে অথবা দোকানপাট সংক্রান্ত পুনরায় নতুন ইতিবাচক ঘোষণা এলে খোলার সম্ভাবনা রয়েছে জানা গেছে।