আবার একসঙ্গে কাজে নামছেন শাহরুখ-বানসালি?

সুপারস্টার শাহরুখ খান ও পরিচালক সঞ্জয়লীলা বানসালি প্রায় দুদশক আগে ‘দেবদাস’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। ব্যবসা সফল এই সিনেমার পর আর এ দুজন একসঙ্গে কাজ করেননি।

তবে গুঞ্জন আছে,  সঞ্জয় শাহরুখকে ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবৎ’ সিনেমায় অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। আলোচনা নাকি অনেকটা এগিয়েও ছিল, কিন্তু শেষে বলিউড বাদশা সময় করে উঠতে পারেননি।

হিন্দুস্তান টাইমস বলছে, ফের একবার সঞ্জয়ের সিনেমায় শাহরুখের কাজ করার সম্ভবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে নাকি অভিনেতার কাছে প্রস্তাব গেছে। জানা গেছে, সিনেমাটির নাম ‘ইজহার’। যেখানে মুখ্য ভূমিকা অভিনয় করতে পারেন কিং খান। প্রেমের সত্য কাহিনী অবলম্বনে চিত্রনাট্য লেখা হয়েছে। আরো জানা গেছে, শাহরুখ গল্প পছন্দ করেছেন। এখন অপেক্ষা তার গ্রিন সিগনালেরর। ভক্তরা চান দুই মহারথী আবার এক হোক, ইন্ডাস্ট্রি পাক আরো একটি মাস্টার পিস।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন