গত বছরেই বিয়ের সব ব্যবস্থা ঠিকঠাক গায়ক প্রতীক হাসানের। তবে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় পিছিয়ে গিয়েছিল বিয়ের দিনক্ষণ।
প্রতীক হাসান এর পরিচিত পরিজন অনেকেই বিদেশ থাকেন। তাদের অনুপস্থিতিতে বিয়ের কাজ করতে আগ্রহী নন প্রতীক। তবে করোনার এই সময়ে অল্প সংখ্যক পরিবার এবং বন্ধুদের নিয়ে বিয়ের কাজটা সেরে ফেলতে চান তিনি । প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে প্রতীক জানান, গত বছরের শেষে ঢাকা ও ঢাকার বাহিরে কনসার্ট শুরু করেছিলেন প্রতীক। তখনই বড় করে বিয়ে করার আয়োজন নিয়ে ভেবেছিলেন।
প্রতীক বলেন, ‘বড় পরিসরে আমাদের বিয়েটা হচ্ছে না। ঈদের পরপরই দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয়তো ঘরোয়া পরিবেশে আমাদের বিয়ে হবে। এবারের করোনা পরিস্থিতি মারাত্মক। আমাদের বিয়ে নিয়ে কেউ যেন মন খারাপ না করেন, সে জন্য পরিস্থিতি ভালো হলে আমরা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করব।’