বাইক বিক্রি করে অক্সিজেন কিনলেন হর্ষবর্ধন রাধে

চারিদিকে মৃতের মিছিল, হাহাকার চলছে হাসপাতালের বেডের জন্য, ঘাটতি দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের। তবে এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এগিয়ে এসেছেন বিভিন্ন সংস্থা। এবার এই তালিকায় যুক্ত হলেন হর্ষবর্ধন রাধে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পছন্দের বাইকের ছবি পোস্ট করে লিখেছেন বাইকটি বিক্রি করতে আগ্রহী। অভিনেতার বাইক বিক্রির কারণ এখান থেকে যতো টাকা পাওয়া যাবে তার পুরোাটাই সাহায্যের খাতে যুক্ত হবে।

তবে পরবর্তীতে অভিনেতা আরেকটি পোস্ট করে জানান, বাইকটি বিক্রি হয়েছে এবং বিক্রির টাকায় তিনটি অক্সিজেন কন্সেন্ট্রেটর কিনেছেন যা ইতিমধ্যে হায়দ্রাবাদে পাঠানো হয়েছে। অভিনেতা তার পোস্টের মাধ্যমে আরও ইঙ্গিত দিয়েছেন, আরও কিছু অক্সিজেন কন্সেন্ট্রেটর কিনে পাঠাবেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন