আহত হয়েও খুশি পূজা চেরী

ঢালিউড অভিনেত্রী পূজা চেরী মাত্র অল্প সময়েই অভিনয়ের মাধ্যমে সবার নজর কাড়েন। সম্প্রতি তিনি টাঙ্গাইল শহরে ‘মাসুদ রানা’ সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। এরই মাঝে হঠাৎ আকস্মিক একটি দূর্ঘটনা ঘটে। আহত হন পূজা। মূলত মারপিটের দৃশ্যে অংশ নিতেই আকস্মিক দুর্ঘটনা ঘটে। আঘাত পেয়ে পায়ের আঙুলের একটি নখ উঠে যায়।

পূজা চেরী তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পায়ে ঔষধ লাগানো হচ্ছে।

আহত হয়েও খুশি তিনি। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে পূজা জানান, জীবনে অনেক অভিনয় করেছেন তবে মাসুদ রানা সিনেমাটি তার জীবনের অন্যতম। এই ছবিতে তাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। তিনি আরো বলেন, ‘এমনও মনে হচ্ছে, ব্যথা পেয়েছি তো কি হয়েছে ? আরও ব্যথা পেলেও সমস্যা হবে না। আমি চরিত্রের মধ্যে ডুবে থাকতে চাই।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন