কুসুম বিউটি পার্লারে সালাহউদ্দিন লাভলু

জনপ্রিয় অভিনেতা-নির্মাতা সালাহউদ্দিন লাভলুকে কত চরিত্রেই না অভিনয় করতে দেখা গেল! এবার তাকে দেখা যাবে নাপিত বা নরসুন্দর রূপে। ঈদ উপলক্ষে মেহেদী বিন আশরাফ পরিচালিত একটি নাটকে তাকে এই নতুন অবতারে দেখা যাবে।

‘কুসুম বিউটি পার্লার’ নামের নাটকে ‘ভুলু তালুকদার’ ওরফে ‘ভোলা নাপিতে’র ভূমিকায় অভিনয় করছেন তিনি। নাটকে দেখা যাবে, নাপিত হলেও ভোলার অনেক খ্যাতি। কিন্তু ‘নাপিত’ শব্দটা তার পছন্দ নয়।

বিদেশ ফেরত বন্ধুর পরামর্শে স্ত্রীকে নিয়ে বিউটি পার্লার চালু করার উদ্যোগ নেয় ভোলা ওরফে সালাহউদ্দিন লাভলু। এইভাবেই শুরু তার ভিন্ন এক যাত্রা। তবে ঘটনার এক পর্যায়ে তার স্ত্রী কুসুম বাপের বাড়ি চলে যায়। কি কারণে ভোলার স্ত্রী বাপের বাড়ি চলে যায় তা জানতে হলে দীপ্ত টিভিতে পুরো নাটকটি দেখতে হবে।

সালাহউদ্দিন লাভলু ছাড়াও নাটকে আরো আছেন কচি খন্দকার, মৌসুমী মৌ প্রমুখ। কমেডি ধাঁচের নাটকটি লিখেছেন খায়রুল বাবু।

 

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন