কোভিড আক্রান্তদের জন্য তহবিল সংগ্রহের কথা জানালেন তারকা বিরাট ও আনুষ্কা। এ দম্পত্তি নিজেরা দুই কোটি রুপি অনুদান দিয়েছেন এবং অন্যদেরও এগিয়ে আসতে অনুরোধ করেছেন। মোট ৭ কোটি টাকার তহবিল সংগ্রহে এই জুটি মাঠে নেমেছে।
সম্প্রতি KETTO নামের একটি বেসরকারি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে এ জুটি মাত্র ৭ দিনের মাথায় এ টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। এই পুরো টাকা চলে যাবে ‘এসিটি গ্র্যান্টস’-এ এর কাছে।
৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিরাট-আনুষ্কা একটি যৌথ ভিডিও শেয়ার করেন। অভিনেত্রী বলেন, ‘আমাদের দেশের জন্য এটা একটা কঠিন সময়। এই যন্ত্রণা দেখে আমাদের মন কাঁদছে। যারা এই সময়ে দেশবাসীর পাশে এসে দাঁড়িয়েছেন, লড়াই করছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, সময় এসেছে তাদের পাশে দাঁড়ানোর।’
এ জুটি সকলের উদ্দেশ্যে আরও বলেন, এই যুদ্ধের সময় সকলকে একসঙ্গে লড়াই করতে হবে।