এবার কোভিড আক্রান্ত হলেন ঠোঁটকাটা বলে খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নিজ বাড়ি হিমাচলে যাওয়ার উদ্দেশ্যে ৭ মে করোনা পরীক্ষা করিয়েছিলেন। পরদিন সকালে ফলাফল পজিটিভ আসে। অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে এই খবর নিশ্চিত করেছেন।
টুইটার থেকে নিষিদ্ধ হওয়ায় ইনস্টাগ্রামই এখন তার ভরসা। এখন সব কথাই তিনি ইনস্টাগ্রামেই বলেন। সম্প্রতি এই অভিনেত্রী একটি ছবি শেয়ার করে মন্তব্য করেছিলেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশি বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।’
পজিটিভ হওয়ার তথ্য দিয়ে অভিনেত্রী আরো জানান, এই ভাইরাসকে তিনি ধ্বংস করবেন। তিনি উপদেশ দেন, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভাইরাসকে ভয় পান, তবে আমি অন্য ভয় দেখাবো আপনাদের।’